আকাশের সবটুকু নীল by Sonu Niigaam

শিরোনাম: আকাশের সবটুকু নীল
শিল্পীঃ সনু নিগম (Sonu Niigaam)

আকাশের সবটূকু নীল নিয়ে
চলে গেছ তুমি কতদূরে
স্বপ্ন দেখা ভূলে গেছে মন
বাজলোনাতো মগ্ন কোন সুরে।

বেদনার নীলটূকু লুকিয়ে যত
তোমাকে পেয়েছি কাছে তত
জোছনা ছুঁইয়েছ পৃথিবী আমার
বিষাদ বিধুর।

এইমনে শুধু মেঘ জমেছে যত
বরষা চোখে ধরেছে তত
রাত্রি আমার সাথী যেন
বেদনা বিধুর।