ঘরোয়া উপায়ে স্ক্রাব এর উপটান তৈরির পদ্ধতি

আপনি জানেন কি পয়সা খরচ না করেও ঝকঝকে, সুন্দর ত্বক পাওয়া সম্ভব কিভাবে হম আমাদের ঘরে পড়ে থাকা জিনিসগুলো দিয়ে তা সম্ভব ।আসুন আজ জেনে নেই এমন একটি উপটান এর কথা –

স্ক্রাব এর উপটানঃ

প্রাকৃতিক এক্সফ্লোয়েটর আপনার নাজুক ত্বকের জন্য খুবই উপকারী, এটি ত্বকের উপরিভাগের মরা চামড়া সরিয়ে নতুন কোষ আসার সুযোগ করিয়ে দেয় তাও আবার আলতো ভাবে। উপটান স্ক্রাব বানাতে লাগবে,

  • ১ টেবিল চামচ লাল আটা
  • ১ চা চামচ আতপ চালের গুঁড়া
  • ১ টেবিল চামচ বেসন
  • ১ চা চামচ চন্দন গুড়া
  • ১ চা চামচ নিম পাতার পেস্ট
  • ১ চিমটি হলুদের গুঁড়া
  • ১ টেবিল চামচ টকদই
  • শশার রস (যতটুকু দিলে স্মুথ পেস্ট হবে)

এবার সব উপকরণ মিশিয়ে ত্বকে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করে ৫ মিনিট মাসাজ করে ধুয়ে ফেলুন।আর দেখুন ত্বকের জেল্লা !