Lanbena Seaberrt Cream Vitamin C Price in BD

মুখের কালো দাগ দূরতে মাস্ক

বাহিরে বেশি ধূলাবালি থাকার কারণে ত্বকে কালো কালো দাগ পড়ে। মুখের কালো দাগ যেমন সৌন্দর্যকে নষ্ট করে তেমনি আপনার ব্যক্তিত্বও ক্ষাতগ্রস্ত করে। আপনার মুখের অবাঞ্ছিত কালো দাগ দূর করতে পারে কিছু প্রাকৃতিক ভেষজ উপাদান। তাহলে আর দেরি না করে আসুন জেনে নিই কিভাবে ভেষজ উপাদানগুলো ব্যবহার করে মুখের কালো দাগ দূর করা যায়।

মুখের কালো দাগ দূরতে মাস্ক

কাঁচা দুধ ও লেবু:

সপ্তাহে দুইদিন কাঁচা দুধের সঙ্গে লেবু মিশিয়ে ত্বকে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। লেবু সহজেই ত্বকের কালো কালো ছোপ দাগ দূর করে। তাই কালো ছোপ ছোপ দাগ দূর করতে যেকোন ফেসপ্যাকের সঙ্গে লেবু ব্যবহার করতে পারেন।

আঙ্গুরের রস ও মধু:

সপ্তাহে তিনদিন আঙ্গুরের রসের সঙ্গে মধু মিশিয়ে ত্বকে লাগালে ত্বকের কালো ছোপ ছোপ দাগ দূর হবে, একইসঙ্গে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।