জোনাকি গায় ফিসফিস

জোনাকি গায় ফিসফিস

Share with Your 20 Friends and Get 5% Extra Discount

জোনাকি গায় ফিসফিস,
হাওয়া দিয়ে যায় শিষ,
তাতে আমার কিছু যায় আসে না,
সে যে এখন আমায় ভালোবাসে না
ওঠে আনন্দ চাঁদ, গলায় গলায় গান,
শুধু আমার গলায় সুর আসে না
সে যে এখন আমায় ভালোবাসে না

ও জোনাক গেয়ো না, পোড়া শিষ দিও না
বিরহ আমার ভালো লাগে,
ও চাঁদ উঠো না, ফুলগো ফুটো না,
ভালোবাসিতে স্বাধ জাগে
নিজ ভুমে পরবাসী একা কারে ভালোবাসি
তাতে তার কিছু যায় আসে না
সে যে এখন আমায় ভালোবাসে না

জোনাকি গায় ফিসফিস
হাওয়া দিয়ে যায় শিষ
তাতে আমার কিছু যায় আসে না
সে যে এখন আমায় ভালোবাসে না
ওঠে আনন্দ চাঁদ, গলায় গলায় গান,
শুধু আমার গলায় সুর আসে না
সে যে এখন আমায় ভালোবাসে না

আয় ঘুম আয় আয়, চোখের ভেজা পাতায়
লুকায় লুকায় থাকিস না
লক্ষ্মীছাড়া ঘুম কপালে দিয়ে যা চুম,
সংবাদ আমার রাখিস না
এ ব্যথা কি দিন আশা
এমনই তো হওয়ার ভাষা
আমি ভাসি মেঘবতী ভাসে না
সে যে এখন আমায় ভালোবাসে না

জোনাকি গায় ফিসফিস
হাওয়া দিয়ে যায় শিস
তাতে আমার কিছু যায় আসে না
সে যে এখন আমায় ভালোবাসে না
ওঠে আনন্দ চাঁদ, গলায় গলায় গান,
শুধু আমার গলায় সুর আসে না
সে যে এখন আমায় ভালোবাসে না
সে যে এখন আমায় ভালোবাসে না
সে যে এখন আমায় ভালোবাসে না