রূপচর্চায় হলুদের ব্যবহার

Share with Your 20 Friends and Get 5% Extra Discount

রূপচর্চায় হলুদের ব্যবহার

  • কাঁচা হলুদের রস ও মুলতানি মাটি এসাথে মিশিয়ে মুখে লাগান। প্যাকটি শুকিয়ে এলে গোলাপজল দিয়ে ভালো ভাবে নরম কাপর দিয়ে মুছে নিন।
  • সামান্য এক টুকরা কাঁচা হলুদবাটা আর মধু মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগাতে পারেন। এতে আপনার ত্বক উজ্বল হবে।
  • হলুদের গুঁড়োর সাথে শসার রস অথবা লেবুস রস মিশিয়ে লাগান। ১০- ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক মসৃণ হবে।
  • হলুদ বেটে সমস্ত শরীরে স্ক্রাব হিসেবে ব্যবহার করুন। এতে আপনার ত্বক হয়ে উঠবে কোমল।
  • দুধের ক্রিমের সাথে হলুদ মিশিয়ে লাগালে ত্বক হবে কোমল, মসৃণ আর সতেজ।
  • হলুদের গুঁড়া ব্রণ প্রতিরোধ করে। হলুদ বাটা ক্ষত স্থানের ব্যথা দ্রুত কমায় এবং ঘা প্রতিরোধ করে।
  • টমেটোর রস, কাঁচা হলুদ আর মধু মিশিয়ে প্যাক তৈরি করে ত্বকে ব্যবহার করুন। এই প্যাকটি দাগ বা ব্রণ দূর করতে সাহায্য করবে।
  • যাদের ব্রণের সমস্যা আছে তারা কাঁচা হলুদের রস, মুলতানি মাটি ও নিমপাতার রস এক সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে ত্বকে লাগান। প্যাক শুকিয়েএলে গোলাপজল দিয়ে আস্তে আস্তে ম্যাসাজ করে প্যাকটি নরম করে নিন এবং পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • কাঁচা হলুদ ও মসুরির ডাল একসাথে বেটে পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে ১০-২০ মিনিট পরে ধুয়ে ফেললে ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।
  • প্রতিদিন গোসলের আগে কাঁচা হলুদ, মধু, ডিমের কুসুম ও নারিকেল তেল মিশিয়ে প্যাক তৈরি করে পুরো মুখে-গলায় লাগিয়ে রাখুন। আধঘণ্টা বাদে তুলে ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন। মনে রাখবেন হলুদ দিয়ে কখনও রোদে বের হবেন না। তাহলে ত্বক পুড়ে যাবে। হলুদ দিয়ে রূপচর্চা করবেন রাতের বেলা। কখনই দিনের বেলা নয়।