3Ti Goroa Upae toker Dak dur korun | ৩টি ঘরোয়া উপায়ে ত্বকের দাগ দূর করুন
যেমনই হোক ত্বকের রঙ ত্বক যদি পরিষ্কার থাকে তাহলেই আসল সৌন্দর্য ফুটে উঠে। রঙ ফর্সাকারী কেমিক্যাল যুক্ত ক্রিম, ফেসওয়াশ, মাস্ক ব্যবহার করে যদি শুধু ত্বকের রঙ ফর্সা করতে গিয়ে ত্বকে ব্রণের দাগ বা ছোপ ছোপ দাগ করে ফেলেন তাহলে কি তা দেখতে ভালো লাগে কখনই না। এর জন্য রঙ ফর্সাকরা নয় বরং ত্বকের দাগ দূর করার দিকে নজর দিতে হবে।
আসুন জেনে নিই ব্রণের দাগ, রোদে পোড়া দাগ বা অন্যান্য সমস্যায় ত্বকে দাগ পড়ার যন্ত্রণা থেকে মুক্ত থাকার ঘরোয়া গোপন ৩ টি উপায়।
১) টমেটো ও বেসনের মাস্ক
বেসন ত্বকের দাগ দূর করতে অনেক আগে থেকেই ব্যবহৃত হয়ে আসছে। এবং পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ত্বকের নানা ধরণের দাগ দূর করে থাকে।
– দুই টেবিল চামচ বেসনের সাথে প্রয়োজন মতো টমেটো রস মিশিয়ে পেস্ট তৈরি করুন।
– তারপর এই পেস্টটি মুখ, ঘাড় ও গলায় ভালওভাবে ম্যাসাজ করুন।
– ১৫ মিনিট পর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন।
– সপ্তাহে ২ বার ব্যবহার করুন এই মাস্কটি।
২) শসা ও লেবুর রসের মাস্ক
লেবুর রসের ব্লিচিং এজেন্ট ত্বকের দাগ ফিকে হয়ে আসতে সাহায্য করে এবং শসা প্রাকৃতিক ময়েসচারাইজার হিসেবে ত্বকের যত্ন নেয়।
– ৩ টেবিল চামচ শসা ও ৩ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে মিশ্রন তৈরী করুন।
– এই মিশ্রণটি মুখ, ঘাড় ও গলায় লাগিয়ে রাখুন ১৫ মিনিট।
– তারপর সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই মাস্কটি প্রতিদিনই ব্যবহার করতে পারেন।
৩) দুধ, মধু ও লেবুর রসের মাস্ক
প্রাচীনকাল থেকেই দুধ ও মধু রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে। পার্শ্বপ্রতিক্রিয়া বিহীন উপাদান বলে এর ব্যাবহার ব্যাপক।
– ১ টেবিল চামচ দুধ, ১ টেবিল চামচ মধু ও ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন ভালোভাবে।
– তারপর মুখ, ঘাড় ও গলায় লাগিয়ে রাখুন মাত্র ১০ মিনিট।
– পানি দিয়ে ধুয়ে নিন ভালো করে এবং তোয়ালে আলতো চেপে মুখ শুকিয়ে ফেলুন।
– সপ্তাহে দুই-তিন দিন ব্যবহার করলে ভালো ফল পাবেন।