Ami megh chure dei by Carbonized

Ami megh chure dei by Carbonized

যদি ভুলে যাও না হয় আমাকে,
পারবে কি ভুলে যেতে আমার স্নৃতিকে
যদি মুছে দাও আমার স্নৃতিকে,
পারবে সুখি হতে আমাকে ভুলে

আমি মেঘ ছুড়ে দেই তোমারও আকাশে
বুঝে নিও তুমি এই আমাকে।।

ব্যাথা গুলো আর ব্যাথা দেয় না,
ব্যাথা গুলো ভুলে গেছি
জ্বালা গুলো আর জ্বালা দেয় না,
জ্বালা গুলো পুষে রাখি
অনেক কেঁদেছি আর কাঁদতে চাইনা,
কাঁদতে আমার আর ভাল লাগেনা।

আমি মেঘ ছুড়ে দেই তোমারও আকাশে,
বুঝে নিও তুমি এই আমাকে।।

বৃষ্টি হলে ভেবেনিও তুমি
এ আমার চোখেরও জল।।
অনেক ভেবেছি আর ভাবতে চাইনা,
ভাবতে আমার ভালো লাগে না।

আমি মেঘ ছুড়ে দেই তোমারও আকাশে,
বুঝে নিও তুমি এই আমাকে।।