Beche Thak Shobuj – Bappa Mazumdar – Eid Album 2012

Share with Your 20 Friends and Get 5% Extra Discount
Beche Thak Shobuj – Bappa Mazumdar – Eid Album 2012
বাপ্পার ‘বেঁচে থাক সবুজ’
Beche Thak Shobuj - Bappa Mazumdar - Eid Album 2012 1
আসছে ঈদ উপলক্ষে প্রযোজনা সংস্থা অগ্নিবীণার ব্যানারে প্রকাশিত হলো বাপ্পা মজুমদারের অষ্টম একক ‘বেঁচে থাক সবুজ’। বুধবার সন্ধ্যায় অ্যালবামটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়ে গেল রাজধানীর সন্তুর রেস্টুরেন্টে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পার্থ বড়ুয়া, শঙ্কর শাঁওজাল ও হাসান আবিদুর রেজা জুয়েল। বাপ্পা ছাড়াও এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কনা, এলিটা, সন্দ্বীপন, সানবীম, জুয়েল মোর্শেদ (জ্যু), মাইলসের আসিফ ইকবালসহ আরও অনেকে। টানা চার বছর পর প্রকাশিত বাপ্পার এই একক অ্যালবামে গান লিখেছেন শংকর শাঁওজাল, রাসেল ও’ নীল, বাপ্পা মজুমদার, শাহান কবন্ধ, মাস মাসুম, জয় শাহরিয়ার, স্বপীল, ইন্দ্রনীল চট্টোপাধ্যায়,  রানা, ডিপান ও ওয়াজীহ রাজীব। সবক’টি গানের সুর ও সংগীত করেছেন বাপ্পা। এছাড়া এ অ্যালবামে ‘তুমি রবে নীরবে’ শীর্ষক একটি রবীন্দ্রসংগীতও গেয়েছেন তিনি। অ্যালবামে স্থান পেয়েছে ১২টি গান।
উল্লেখ্য, বাপ্পার প্রথম একক অ্যালবাম ‘তখন ভোর বেলা’ প্রকাশ হয় ১৯৯৬ সালে। এরপর ১৯৯৮ সালে ‘কোথাও কেউ নেই’, ২০০১ সালে ‘ধুলো পড়া চিঠি’, ২০০৩ সালে ‘ছুটি’, ২০০৪ সালে ‘রাত প্রহরী’, ২০০৬ সালে ‘দিন বাড়ি যায়’ ও ২০০৮ সালে ‘সূর্যস্নানে চল’ একক অ্যালবামগুলো প্রকাশিত হয়।