ব্রণের কালো দাগ দূর করতে পেপের ফেসপ্যাক । Broner Kalo dag Dur korte Paper Face pack | Apsarah.com Leave a comment

ত্বকের স্বাস্থ্য়উজ্জল রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের ফেস প্রোডাক্ট, পার্লারে গিয়ে ত্বকের নানা ধরণের ট্রিটমেন্ট সহ আরও অনেক কাজ করে থাকি। শুধুমাত্র স্বাস্থ্য়উজ্জল ত্বক পাওয়ার জন্য প্রায় বেশিরভাগ নারীই এইসব কাজ করে থাকেন। একটি প্রোডাক্ট ত্বকে স্যুট না করলে আরেকটির খোঁজ শুরু করেন। কিন্তু এতো কিছুর  করার পরও কি মনের মতো ত্বক পাচ্ছি একেবারেই না। এই ধরনের কেমিক্যাল সমৃদ্ধ জিনিসে ত্বকের ভাল তো করেই না বরং ক্ষতিই বেশি করে । এরচেয়ে প্রাকৃতিক জিনিস ব্যবহার করা বেশি ভালো। খুব সহজে এবং ক খরচেই পেতে পারেন স্বাস্থ্যউজ্জ্বল দাগহীন কোমল ত্বক মাত্র ১ টি ফেসপ্যাকে। চলুন তাহলে জেনে নেয়া যাক কীভাবে।

ফেসপ্যাকটির উপকারিতা

  • – ত্বকের ব্রণ সমস্যায় ও তার প্রতিকার করুন
  • – ত্বকের নানা ধরণের দাগ দূর করবে
  • – ত্বকের কালচে ভাব দূর করুণ এবং ভেতর থেকে ফুটিয়ে তুলুন উজ্জ্বলতা
  • – ত্বক নরম ও কোমল করবে
  • – ত্বকের পানিশূন্যতা জাতীয় রুক্ষতা দূর করুন
  • – ত্বকে বয়সের ছাপ অর্থাৎ রিঙ্কেল জাতীয় সমস্যা দূরে রাখবে।

যা যা লাগবেঃ

  • – ১/৪ কাপ পাকা পেঁপে
  • – ১ টেবিল চামচ মধু
  • – দেড় টেবিল চামচ লেবুর রস

পদ্ধতি ও ব্যবহারবিধিঃ

  • – পেঁপে ছোটো করে কেটে ব্লেন্ডারে দিয়ে ভালো ভাবে ব্লেন্ড করে নিন।
  • – তারপর এতে মধু ও লেবুর রস দিয়ে আরও খানিকক্ষণ ব্লেন্ড করে মসৃণ পেস্টের মতো তৈরি করুন।
  • – প্রথমেই ত্বক ভালো করে ধুয়ে মুছেন। এরপর এই প্যাকটি ত্বকে ভালো করে লাগান।
  • – মুখ, ঘাড় ও গলায় ভালো করে ম্যাসাজ করে  ১৫-২০ মিনিট রেখে নিন।
  • – তারপর কুসুম গরম পানি দিয়ে ত্বক ভালো করে ধুয়ে পরিষ্কার করুন।
  • – একেবারে শেষে ঠাণ্ডা পানি দিয়ে ত্বক ভালো করে ধুয়ে মুছে নিন।
  • – সপ্তাহে মাত্র ১ বার ব্যবহারেই ভালো ফলাফল পাবেন।

যেভাবে কাজ করে এই ফেসপ্যাক

  • – মধুর অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ত্বকের ব্রণ সমস্যার প্রতিকার ক্রুন  এবং ত্বকের উজ্জ্বলতা ও কোমলতা বৃদ্ধিতে সহায়তা করে।
  • – পেঁপে ত্বককে ভেতর থেকে ময়েসচারাইজআরর করে  করে ত্বকের পানি শূন্যতা পূরণ করে ত্বককে নরম করে তোলে। পেঁপের অ্যান্টিএইজিং উপাদান ত্বককে বয়সের ছাপ পড়ার হাত থেকে রক্ষা করে।
  • – লেবুর রসের ব্লিচিং ইফেক্ট ত্বকের বিভিন্ন ধরণের দাগ ও কালচে দাগ  দূর করতে সহায়তা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *