Cheleder Toker Jotne Facial | ছেলেদের ত্বকের যত্নে ফেসিয়াল Leave a comment

নানা কাজেই সারাদিন  বাইরে থাকতে হয় ছেলেদের। বাইরের ধুলো-বালুর কারণে ত্বকের নানাধরনের সমস্যা হয়ে থাকে ।

ছেলেদের রুপচ্চায় জন্য বাড়িতে ব্যবহার করতে পারেন ফেস ওয়াশ, বা নানা ধরনের ক্রিম,ময়েশ্চারাইজার ইত্যাদি। তবে ফেসিয়াল করতে পার্লারে যাওয়াই ভালো। কারণ সেখানে  হরেক রকমের জিনিস দিয়ে মুখের নানা ধরনের দাগ বা সমস্যা দূর করা হয়ে থাকে । যা বাসায় সহজে করা হয় না। সাধারনত ছেলেদের ত্বকের চামড়া হয়ে  থাকে  তৈলাক্ত, শুষ্ক ও সাধারণ। কোন ধরনের ত্বকের জন্য কীভাবে চর্চা প্রয়োজন তা জেনে  নিন আজকে…

তৈলাক্ত ত্বক –

ছেলেদের তৈলাক্ত ত্বক হলে ত্বকে ব্রণ হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে । তবে নিয়মিত ত্বক পরিষ্কার রাখলে এই ব্রণ জন্মাতে পারে না।এছাড়া রোদে পোড়ার সমস্যা হতে পারে। এতে করে বয়সের ছাপ পড়ে ত্বকে। তাই  নিয়মিত ত্বক পরিষ্কার এবং  ফেসওয়াশ করুন।

শুষ্ক ত্বক-

এই ত্বকে ফেসওয়াশের পাশাপাশি ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহারক্রা প্রয়োজন।

সাধারণ ত্বক

এই ত্বক নিয়ে  চিন্তার তেমন কিছু নেই। প্রতিদিনএকটু যত্নেই এই ত্বক ভালো থাকে।

নানারকম ফেসিয়াল

সব ধরনের ত্বকেই বিভিন্ন ধরনের ফেসিয়াল করা যায়। তার মধ্যে গোল্ড, সিলভার, ডায়মন্ড, হারবাল, সানবার্ন ফেসিয়াল, ম্যাসাজ ফেসিয়াল ইত্যাদি খুবই কার্যকর। বয়স বা সমস্যাভেদে ফেসিয়াল করা উচিত।

ফেসিয়ালের উপকার

ফেসিয়াল করতে  ১ম এ ত্বক  পরিস্কার করে মুছে নিয়ে তারপর ক্রিম ব্যবহার করা হয়। কয়েক ধাপে ক্রিম ব্যবহারের পরে ফেসিয়াল জেল ইত্যাদি ব্যবহার করা হয়। এরপর লোমকূপের ভেতরে থাকা ব্রণ, শাল, কালো ময়লা বা মরা চামড়া ইত্যাদি যত্ন করে তুলে নেওয়া হয়। এরপর নানা প্যাক লাগানো এবং আইস ম্যাসাজ ইত্যাদি করা হয়। ফেসিয়ালের ফলে ত্বক পরিষ্কার হয় ফলে রক্ত চলাচল স্বাভাবিক হয়। এ ছাড়া সাবার্নের মেছতা পড়লে নিয়মিত ফেসিয়াল করে তা তুলে ফেলা সম্ভব।

ত্বক ভালো রাখতে মাসে একবার পরিপূর্ণভাবে ফেসওয়াশ করা উচিত।

ত্বক ভালো রাখতে খাদ্যাভ্যাসও জরুরি একটি বিষয়। প্রচুর পানি পান করা, দেশি ফল বা তার রস, ডাবের পানি ইত্যাদি খেলে ত্বকে সতেজতা ও উজ্জ্বলতা ফিরে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *