Skip to navigation Skip to contentTitle : Chokher aral holeo (চোখের আড়াল হলেও)
Artist : Poppy (পপি)
Album : Ecche kore (ইচ্ছে করে)
চোখের আড়াল হলেও আমি,
তোমার আছি সারাক্ষণ
অনেক অনেক ভালবাসে,
তোমায় আমার মন।।
যেওনা কখনও ফেলে দূরে,
ভাসিয়ে বিরহেরও সুরে।।
গভীর রাতে তুমি আমি,
যখন ঘুমে থাকি
হৃদয় দুটো এক হয়ে যায়,
যেমনেতে রাখি।।
যেওনা কখনও ফেলে দূরে,
ভাসিয়ে বিরহেরও সুরে।।
ভুল করিলে তুমি বন্ধু,
কর আমায় শাসন
কোন কিছু না বুঝে,
ভেঙ্গ না এই মন।।
যেওনা কখনও ফেলে দূরে,
ভাসিয়ে বিরহেরও সুরে।।