প্রত্যেকটি মেয়েই চায় তার চুল যেন লম্বা, ঘন ও সুন্দর হয়। কিন্তু চুলের একটি অতি সাধারন সমস্যা “চুল পরা” যা নিয়ে প্রতি নিয়তই আমরা দুঃশ্চিন্তায় ভুগি। কারন সুন্দর চুল ছাড়া নারীর সৌন্দর্য যেন পাতাহীন মরা গাছের মত।
আজ আমরা আলোচনা করব, চুল পরার কিছু প্রধান কারন।
চুল পরার কিছু প্রধান কারন সমূহ
১/ অতিরিক্ত চুল ধোয়াঃ আমরা অনেকেই প্রতিদিন চুলে শ্যাম্পু করি। যা একেবারেই করা উচিত নয়। কারন প্রতিদিন চুল শ্যাম্পু করলে চুলের প্রাকৃতিক তেল ও পুষ্টি উপাদান নষ্ট হয়ে যায়। ফলে, চুল গোঁরা থেকে নরম হয়ে যায় এবং চুল পরা বৃদ্ধি পায়।
সমাধানঃ সপ্তাহে ২-৩ দিন শ্যাম্পু করুন।
২/ সূর্যরশ্মি ও ধুলাবালিঃ আমাদের প্রয়োজনের তাগিদে, বাসা থেকে বের হতে হয়, ফলে চুলে সূর্যরশ্মি ও ধুলাবালি লাগে। সূর্যরশ্মি আমাদের চুলের প্রাকৃতিক তেল শুষে নেয়। ফলে চুলের গোঁরা শুস্ক হয়ে যায়। অন্যদিকে ধুলাবালি আমাদের চুলকে রুক্ষ করে ফেলে।
সমাধানঃ বাহিরে বের হলে যথা সম্ভব চুলকে সূর্যরশ্মি ও ধুলাবালি থেকে রক্ষা করতে হবে।
৩/ চুলে তেল না দেয়াঃ গাছের পাতা যেমন শুকিয়ে গেলে ভেঙ্গে ফেলা যায়, ঠিক তেমনি চুল বেশি শুষ্ক হয়ে গেলে তা চুল ভেঙ্গে পরার কারন।
সমাধানঃ নিয়মিত সপ্তাহে ১-২ বার তেল দিন। এতে আপনার চুল শক্ত ও মজবুত হবে।
৪। অতিরিক্ত ক্যামিকেল প্রোডাক্ট ব্যবহারঃ চুলের স্টাইল করার জন্যে আমরা অনেকেই ক্যামিকেল তৈরি বাজারের বিভিন্য প্রোডাক্ট ব্যবহার করে থাকি। কিন্তু এর উপকারিতার চেয়ে অপকারিতাই বেশি। ক্ষনিকের জন্যে আমাদের চুল সুন্দর হলেও পরক্ষনেই এটি আমাদের চুলকে নষ্ট করে দেয়।
সমাধানঃ যথা সম্ভব চুলে ক্যামিক্যাল প্রোডাক্ট ব্যবহার করা কমাতে হবে। এবং ক্যামিক্যাল প্রোডাক্ট ব্যবহার করলেও তা নারিকেল তেল ভালো করে মেখে ধুয়ে নিতে হবে।