চুলের যত্ন করবে ডিমের প্রোটিন
Chuler Jotno Korbe Dimer Protein
ডিমের প্রোটিন প্যাকঃ
যা লাগবে –
২টা ডিম,
১/২ কাপ অলিভ অয়েল,
১/২ কাপ মধু,
১/২কাপ টকদই,
২ টেবিল চামচ ভিনেগার (এই পরিমাণটি লম্বা চুলের জন্য ,চুল ছোট হলে সেই অনুযায়ী উপাদানের অনুপাত কমিয়ে নিবেন)
যেভাবে বানাবেন –
উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিন। চুল আচঁরে জট ছাড়িয়ে নিন। চুলের গোড়া থেকে আগা পর্যন্ত খুব ভালো করে এই প্যাকটি লাগান। একটি শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে ৪৫ মিনিট অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু করে ফেলুন। কন্ডিশনার লাগাতে ভুলবেন না। এই প্যাকটি সপ্তাহে একদিন করে ব্যবহার করুন। ফলাফল দেখে আপনি নিজেই চমকে যাবেন !!!