Ghoroa poddhotite Toiri korun chul Soja korar Crim | ঘরোয়া পদ্ধতিতে তৈরি করুন চুল সোজা করার ক্রিম
উপকরণঃ
নারিকেল দুধ
বিশুদ্ধ নারিকেল তেল
মধু
কর্ণফ্লাওআর
লেবুর রস
জিলাটিন পাউডার
পদ্ধতিঃ
একটি পাত্রে এক কাপ নারিকেল দুধ নিন এবং একে অল্প আঁচে ভালভাবে জাল দিন । এতে ২ টেবিল চামচ নারিকেল তেল ভাল করে মিশান এবং ভাল করে নাড়ান । অন্য একটি পাত্রে ২ টেবিল চামচ জিলাটিন পাউডার আর ২ টেবিল চামচ কর্ণফ্লাওআর মিক্স করুন । এই মিশ্রণ টি নারিকেল দুধ এর মিশ্রণে ঢালুন আর নাড়তে থাকুন যতক্ষণ না এটি আংশিক- ঘনত্তে পৌছায় ।তারপর একে চুলা থেকে নামিয়ে নিন এবং হালকা ঠাণ্ডা করুন । মিশ্রণ টি হালকা ঠাণ্ডা হওয়ার পর এতে ২ চা চামচ লেবুর রস আর ২ টেবিল চামচ মধু মিশান ।
চুল সোজা করার ক্রিম
চুলে যেভাবে লাগাবেনঃ
১/ চুল পরিস্কার ও শুষ্ক হতে হবে ।
২/ জট ছারানোর পর ভাল করে চুল আঁচৃয়ে নিন ।
৩/আপনার চুলকে বিভিন্ন ছোট ভাগে ভাগ করে নিন এবং এই মিশ্রণ টি প্রতিটি ভাগে লাগান । চুলের গোঁড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত লাগান।
৪/ এবার আঙ্গুলের সাহায্যে প্রত্যেক বিভাগের চুল সোজা করে নিচে টেনে ধরুন ।
৫/৩০ মিনিট অপেক্ষা করুন । ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে নিন । শ্যাম্পু করা লাগবেনা । সুধু কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে নিন । খেয়াল রাখবেন
কন্ডিশনার দেবার সময় চুল যাতে সোজা হয়ে থাকে । কন্ডিশনার ৫ মিনিট রাখুন । ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে নিন ।
৬/চুল ধোবার পর চিরুনি দিয়ে হালকা করে সোজা করেনিচের দিকে আঁচড়িয়ে নিন। প্রাকৃতিক ভাবে চুল শুকান । চুল শুকানোর জন্য চুল বাধার দরকার নেই ।