পালাই পালাই লিরিক্স বাই শহরতলী ব্যান্ড | Palai Palai Lyrics by Shohortoli Band

গান: পালাই পালাই
কথা: মাহমুদ দিদার ও আশিকুর রহমান
সুর ও সংগীতায়োজন: মিশু খান
শিল্পী: শারমিন আহমেদ ও মিশু খান
কিবোর্ড: হেলাল
মিক্সিং ও মাস্টারিং: সানী
স্টুডিও: শহরতলীর গুহা

 

চৌরাস্তার মোড়
আঁধারের ঘুম
পালাই পালাই
খোলা চোখ চুরি করে
পালাই পালাই

গোলাকার একা বৃত্তের
পতিত প্রশ্ন মানব
শুকনো পক্ষের শেষ রাতে
লেখা চিরকুট
হারিয়ে গেছে বলে
গন্তব্য জানা নেই

গোলকধাঁধায় গন্তব্যহীন খোলা চোখ
চিরকুট সন্ধানে ঘুম ছেড়ে দিগন্তে
পালাই পালাই
ঢোল পূর্ণিমার রাতে মিলবে গিয়ে পথ
আর হারানো চিরকুট
প্রশ্ন মানবের কাছে
কোনো উত্তর জানা নেই