সহজ উপায়ে ত্বক থেকে দূর করুন বসন্তের দাগ | Sohoj Upaye Tok Theke Dur Korun Bosonter Dag
ত্বকের সবচাইতে বিরক্তিকর সমস্যা হচ্ছে বসন্তের দাগ। এটি সাধারণ ব্রণ বা অন্যান্য দাগের মতো নয় একেবারেই। বসন্ত হলে ত্বকে কালো কালো গর্তের সৃষ্টি হয় না সাধারণ কোনো কেমিক্যালযুক্ত ক্রিমের ব্যবহারে ঠিক করা সম্ভব হয় না। এরচাইতে বসন্তের দাগ দূর করতে প্রাকৃতিক উপায় সবচাইতে ভালো একটি উপায়। আজ চলুন এই বসন্তের দাগ দূর করার সহজ কিছু প্রাকৃতিক উপায় জেনে নেয়া যাক।
১) ডাবের পানির ব্যবহার
ত্বকের যেকোনো দাগ দূর করার জন্য সবার প্রথম যে প্রাকৃতিক উপাদানটি প্রয়োজন তা হচ্ছে ডাবের পানি। ডাবের পানির সাইটোকিন ত্বকের ক্ষতি পূরণ করতে সহায়তা করে এবং দাগ দূর করে।
– ডাবের পানি বসন্ত সেরে যাওয়ার ঠিক পরপরই তুলোর বলের মাধ্যমে সরাসরি আক্রান্ত স্থানে লাগাবেন।
– ২ গ্লাস ডাবের পানি গোসলের পানিতে মিশিয়ে নেবেন।
– প্রতিদিন অন্তত ১ গ্লাস ডাবের পানি পানের চেষ্টা করবেন।
২) বেকিং সোডার ব্যবহার
বেকিং সোডার অ্যালকালাইন উপাদান ত্বকের পিএইচ এর মাত্রা নিয়ন্ত্রণ করে এবং বসন্তের জন্য ত্বকে যে দাগ ও গর্তের সৃষ্টি হয় তা দূর করতে সহায়তা করে। বসন্তের সমস্যা শেষ হয়ে গেলে এই পদ্ধতি ব্যবহার করুন।
– ২ টেবিল চামচ বেকিং সোডাতে সামান্য পানি মিশিয়ে পেস্টের মতো তৈরি করে ফেলুন।
– এরপর এই পেস্ট আক্রান্ত স্থানে স্ক্রাবের মতো ব্যবহার করুন। ত্বকে লাগিয়ে আলতো ঘষে নিন ১-২ মিনিট।
– এরপর পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। এভাবে প্রতিদিন করুন।
৩) লেবুর রসের ব্যবহার
লেবুর রসের সাইট্রিক অ্যাসিড ব্লিচের মতো কাজ করে। এতে করে ত্বকের দাগ ধীরে ধীরে মিলিয়ে যায়। এটি দাগের উপর লাগাবেন। কিন্তু বসন্ত শেষ না হওয়া পর্যন্ত লেবুর রস ব্যবহার করবেন না।
– ১ চা চামচ লেবুর রস বের করে নিন। একটি তুলোর বল এই লেবুর রসে ভিজিয়ে আক্রান্ত স্থানে ভালো করে লাগিয়ে নিন।
– ১০ মিনিট এভাবে রেখে দিন। এরপর পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।
– মনে রাখবেন নিয়মিত এই লেবুর রস ব্যবহারের কারণে আপনার ত্বক ফটোসেনসিটিভ হয়ে যায়, তাই রোদে বেরুলে অবশ্যই ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করে ফেলুন।