Sohoje Firiya Anun chuler Prakrritik Rong | সহজেই ফিরিয়ে আনুন চুলের প্রাকৃতিক রঙ
চুল কি আপনার লালচে হয়ে যাচ্ছে । এই সমস্যাটা আজকাল অনেকের মধ্যেই খুব দেখা যাচ্ছে। মনে রাখুন যদি আপনার চুলের প্রাকৃতিক রঙ কালো হয় তাহলে চুল আপনা লাল হয়ে যাওয়া সাধারণ ঘটনা না।
কী কারণে চুল লাল হতে থাকে
১) চুল নষ্ট বা অপুষ্টির কারণে চুল কালো থেকে লাল হয়ে যায়। যখন সূর্যের রশ্মির ক্ষতিকর UV ray আমাদের চুল নষ্ট করে আর এটা চুল লাল হওয়ার জন্য একটা বিশেষ কারণ।
২) যে পানি আপনি পান করছেন সেটাও একটা অন্যতম কারণ হতে পারে। পানিতে ত্থাকা ক্লোরিন বা আইরন থাকলে চুলের ভালো রকমের ক্ষতি করে থাকে।
৩) আপনি যা চুলে লাগান তাতে যদি পেরক্সাইড থাকে সেটা চুলকে ভীষণ ক্ষতি করে থাকে।
৪) চুলে মধ্যে ভীষণ গরম কিছু লাগালে যেমন হেয়ার স্ট্রেটনার অথবা হেয়ার কার্লার এইসব চুলে বেশি ব্যবহার করলে চুল বাদামি রঙের হয়।
৫) চুলে অনেক বেশি পরিমানে আর ঘন ঘন মধু লাগালেও চুল রঙ হারিয়ে ফেলে।
প্রতিকারঃ
কিছু সাধারণ নিয়ম মেনে চললেই সহজেই এই সমস্যা এড়ানো যাবে। তাহলে দেখে নেয়া যাক এর প্রতিকারের উপায়গুলো –
১) রোদে মধ্যে বের হওয়ার আগে আর গোসলের করার পরে চুলে লাগিয়ে নিন লিভ-অন কন্ডিশনার বা হেয়ার সেরাম। এটা আপনার চুলকে রোদ আর পলিউশনের হাত থেকে আপনার চুলকে রক্ষা করবে।
২) সারাদিন বা বেশি সময়ের জন্য রোদে বের হতে হয় তাহলে মাথাটা একটা স্কার্ফ দিয়ে বা ওড়না দিয়ে ভালো করে ঢেকে নিন। আপনি ব্যবহার করতে পারেন ফ্লোরাল স্কার্ফ এতে আপনাকে দারুন স্টাইলিশ দেখাবে আর আপনি সবার মধ্যমনি হয়ে যাবেন।
৩) চুলের জন্য কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট ব্যবহার না করে হারবাল প্রোডাক্ট ব্যবহার করুন।
৪) ভেজা চুলে বাইরে বের হবেন না। এতে করে বাইরের ধুলো ময়লা সব চুলে আটকে থাকবে আর এর মাধ্যমে চুল রুক্ষ আর ফ্রিজি হয়ে যাবে। আর এর জন্য বাইরে বের হবার আগে চুল শুকিয়ে বেরুন। এর জন্য হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানো উচিত নয়।চুল শুকানোর জন্য সেরাম লাগিয়ে নিয়ে মাঝে মাঝে মোটা চিরুনি দিয়ে আঁচড়ান এতে চুল শুকিয়ে যাবে।
৫) সূযের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই ছাতা ব্যবহার করুন। অনেকেই আছেন যারা ছাতা ব্যবহার করেন না কিন্তু আমাদের দেশের এরকম আবহাওয়াতে ছাতা ব্যবহার করা জরুরি।
৬) এটা বলার প্রয়োজন রাখে না কিন্তু হেলদি ডায়েট অবশ্যই বজায় রাখুন আর প্রচুর পরিমানে পানি পান করুন।
হোম রেমেডিঃ
১) শ্যাম্পুর করার সময় সাথে একটু কোকো মিশিয়ে নিয়ে লাগাতে পারেন। চুল ধোওয়ার জন্য সয়া সস আর অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে এই মিশ্রণটা দিয়ে চুল ধুয়ে ফেলুন।
২) সপ্তাহে একদিন করে প্রোটিনরিচ হেয়ার মাস্ক লাগান। তার জন্য একটা ডিম ফেটিয়ে নিয়ে এর সাথে এক কাপ টক দই ভালো করে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটাকে ৩০ মিনিট ফ্রিজে রাখুন। এবং শ্যাম্পু করার আগে এটা লাগিয়ে ও কম করে ৩০ মিনিট রাখুন।