সুপারস্টার জিৎ ও ফারিয়ার এক ঝলক (ভিডিওসহ) 1

সুপারস্টার জিৎ ও ফারিয়ার এক ঝলক (ভিডিওসহ)

সুপারস্টার জিৎ ও ফারিয়ার এক ঝলক (ভিডিওসহ)

সব বাদশা বারবার, ডন বাদশা একবার’ এমনই সংলাপ শোনা গেল জিতের মুখে। বেশকিছু মারমুখী দৃশ্যের পর এক ঝলক লাবণ্য নিয়ে হাজির হলেন নুসরাত ফারিয়াও। ব্যাকগ্রাউন্ডে বেজে উঠল মিউজিক-প্রেম পিরিতির বাড়িতে আসবে কবে জানিয়ে দে’। ইউটিউবে প্রকাশিত ‘বাদশা’ ছবির ফাস্ট লুকে এমনটাই দেখা মিলল জিৎ ও ফারিয়ার।

এই ছবিটিতে আরও অভিনয় করেছেন নায়ক ফেরদৌস, শ্রদ্ধা দাস সহ আরও অনেকে। এসকে মুভিজ ও জাজ মাল্টিমিডিয়া যৌথ প্রযোজনায়, বাবা যাদব ও আব্দুল আজিজ পরিচালিত এ ছবিটি মুক্তি পেয়েছে পবিত্র ঈদ উল ফিতরে।

ভিডিওটি দেখুন