গড়বো বাংলাদেশ

গড়বো বাংলাদেশ
কন্ঠ : এমিল
কথা : কান্তি অনন্ত নুজহাত
ব্যান্ড : শূন্য
অ্যালবাম : গড়বো বাংলাদেশ
গড়বো বাংলাদেশ 1
আরো সাহস করে মাঠে নামো আজ
সবাই একি সাথে জেগে ওঠো আবার।
চিৎকার করে ডাক দিয়ে যাও
সাড়া দেবে সবাই।গড়বো বাংলাদেশ
সোনার বাংলাদেশ
বুকে আশা মনে ভালবাসা।

এবার আরো কিছু নিয়ম ভেঙ্গে দাও
এগিয়ে যাবার শপথ তুমি নাও
সময় হয়ে এসেছে আবার
নিজ থেকে কিছু করার।

আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালবাসি।