সহজ কৌশলে পা কে করে ফেলুন তুলতুলে নরম

সহজ কৌশলে পা কে করে ফেলুন তুলতুলে নরম

সহজ কৌশলে পা কে করে ফেলুন তুলতুলে নরম 1
সহজ কৌশলে পা কে করে ফেলুন তুলতুলে নরম

যা যা লাগবে
৪ টেবিল চামচ বেকিং সোডা (বেকিং পাউডার নয় কিন্তু)
৬ লিটার পানি
ফুট স্ক্রাবিং করার জন্য ঝামা বা স্ক্রাবার বা ব্রাশ
আপনার পছন্দের যে কোন ময়েসচারাইজার ক্রিম
প্লাস্টিকের প্যাকেট বা পলিথিনের মোজা

যেভাবে করবেন
-বেকিং সোডা গরম পানিতে ভালো করে গুলে নিন। একদম মিশে গেলে সেটায় আপনার পা ২৫ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন।
-ঝামা দিয়ে পা ভালো করে ঘষে নিন।
-তারপর সাধারণ পানি দিয়ে ধুয়ে, তোয়ালে দিয়ে মুছে পায়ে ভালো করে ক্রিম মেখে নিন একটু বেশী করে।
-এবার এই ক্রিম মাখা পা প্লাস্টিকের প্যাকেটের মাঝে ঢুকিয়ে পা বেঁধে রাখুন।
-২ ঘণ্টা পর প্যাকেট খুলুন। বাড়তি ক্রিম লেগে থাকলে মুছে নিন।
-আর উপভোগ করুন বাচ্চাদের মত নরম পায়ের ত্বক!

মনে রাখবেন
-প্রথমবারেই পার্থক্য দেখতে পাবেন। পায়ের অবস্থা কতটুকু খারাপ সেটার ওপরে নির্ভর করে ৩ থেকে ৭ বার করার প্রয়োজন হতে পারে।
-একবার করার পর ৭দিন বিরতি দিয়ে আবার করবেন। সপ্তাহে একবার করাই যথেষ্ট।