কার ছবি নেই by Sanjib Chowdhury

শিরোনাম: Kar Chobi Nei (কার ছবি নেই)
শিল্পী: Sanjib Chowdhury (সঞ্জীব চৌধুরী)
ডাউনলোড: Sanjib Chowdhury – Kar Chobi Nei

কার ছবি নেই
কেউ কি ছিলো
এই ভেবে ডুবে গেছে রাত
প্রশ্নেও নেই উত্তরে নেই
মাঝরাতে ডুবেছে মাতাল
নেই কাছে নেই
গল্প তোমার
চমকে উঠে
ডাকে আয় কাছে আয়

চাঁদনী গেছে দূরের আঙ্গিনায়
কার ঘরে চাঁদ জেগে রয়
নাম শুধু নাম জ্বলে অবিরাম
এইখানে আমিও ছিলাম
বলেছ বারণ বলেছ বিদায়
স্বপ্ন বাড়ায় তবু
হাত ডাকে আয়

আয়না ভাঙে সে স্বপ্ন ভাঙে
কার ঘরে ভেঙে পরে ঘুম
গল্প ভাঙে তবু গল্প জমে
এই চোখে রাত্রি নিঝুম
একলা এ ঘর একলা প্রহর
থমকে দাঁড়ায়
কুয়াশায় কুয়াশায়