Clean & Clear Exfoliating Daily Wash

ত্বকের যত্নে ঘরোয়া নাইট ক্রিম

ত্বকের যত্ন নেবার জন্য সবচাইতে ভালো সময় হলো রাত। ঘুমানোর আগে ত্বক ভালো করে পরিষ্কার এবং ময়েশ্চারাইজ করা উচিৎ। এ সময়ে আপনি যা-ই ত্বকে প্রয়োগ করবেন সেটাই সারারাত ধরে ত্বক শোষণ করবে।

রাতের বেলায় ত্বকে রাসায়নিক কোনও ক্রিম প্রয়োগ না করে বাসায় নিজ হাতে তৈরি করা মিশ্রণ প্রয়োগ করাই শ্রেয়। প্রতি রাতে অথবা সপ্তাহে অন্তত ৩ দিন রাতে এই ক্রিম ব্যবহার করা উচিৎ। সাধারণ ত্বকের জন্য দেওয়া হলো এই অলিভ অয়েল নাইট ক্রিম তৈরির পদ্ধতি।

ঘরেই তৈরি করুন অলিভ অয়েল নাইট ক্রিম!

ত্বকের যত্নে ঘরোয়া নাইট ক্রিম

উপকরণ:
১. কাঠ বাদাম ৮-৯ টি
২.টক দই ১ চামচ
৩.লেবুর রস ১ চামচ
৪.মধু ১ চা চামচ
৫.হলুদ গুড়া আধা চা চামচ
প্রথমে বাদাম গুলো ভিজিয়ে রাখুন ৬-৭ ঘন্টা। ভিজিয়ে রাখার পর বাদাম বেটে নিন। তারপর একটি পাত্রে একে
একে সব উপকরন মেশান।
আপনি এটি ১ সপ্তাহ ফ্রিজে সংরক্ষন করতে পারবেন

ব্যবহারঃ

ঘুমানোর আগে মুখ ভালোভাবে পরিষ্কার করুন। মুখ শুকিয়ে নিয়ে ত্বকে এই ক্রিম প্রয়োগ করুন। ওপর দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে ম্যাসাজ করে ত্বকে মিশিয়ে নিন।

গলা, হাত এবং পায়েও ব্যবহার করতে পারেন। তবে এই ক্রিম দিয়ে অবশ্যই দিনের বেলা বাইরে যাবেন না। এতে ত্বক কালো এবং চটচটে দেখাবে।

উপকারিতাঃ

• ত্বক পরিষ্কার করতে এবং ব্রণ কমাতে সাহায্য করে ভিনেগার।
• অলিভ অয়েল ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। ত্বকের আর্দ্রতা রক্ষা করে এবং সারাদিনের ক্ষতিপূরণে সাহায্য করে।
• গোলাপজল ত্বকের রোদেপোড়া ভাব কমায়।