বাড়িতেই তৈরী করুন নাইটক্রিম

বাড়িতেই তৈরী করুন নাইটক্রিম

যা যা লাগবে:
– ১ মুঠো কাঠবাদাম
– আধা চা চামচ হলুদ গুঁড়ো
– ১ টেবিল চামচ টক দই
– ২ চা চামচ লেবুর রস
– পরিমাণমতো চন্দন গুঁড়ো

পদ্ধতি ও ব্যবহারবিধি:
– কাঠবাদাম সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে এই কাঠবাদাম পিষে নিন মিহি করে।
– এরপর কাঠবাদামের সাথে চন্দন গুঁড়ো বাদে সব উপকরণ একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
– তারপরও অল্প অল্প করে চন্দনের গুঁড়ো মেশাতে থাকুন যাতে নরম পেস্টের মতো তৈরি হয়। ক্রিমের মতো ঘন মিশ্রন তৈরি করতে যতোটা লাগে চন্দন গুঁড়ো দিন।
– ভালো করে মিশিয়ে তৈরি করে নিন নাইট ক্রিমটি। পরিষ্কার একটি কৌটায় ভরে ১ সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারেন।
– প্রতিদিন রাতে ঘুমুতে যাওয়ার আগে ত্বক পরিষ্কার করে এই ক্রিমটি লাগিয়ে নিন ত্বকে। কিছুদিনের মধ্যেই ত্বকের উজ্জ্বলতা ফিরে পেতে থাকবেন।