ব্রণ ও ব্রণের দাগ দূর করার একটি জাদুকরি উপায়

আজ থাকছে ব্রন দূর করার একটি সহজ আর কার্যকরী উপায় । আর এই কার্যকরী উপায় টির নাম হল ত্রিফলা ।ত্রিফলা বাজারে শুষ্ক ফলের মত অবস্থায় পাওয়া যায়। অনেক  কোম্পানি এটিকে নানা ভাবে প্রক্রিয়াজাত করেন ও বিক্রি করেন । তবে সবচেয়ে নিরাপদ হল  যদি  শুষ্ক ফল এর মত অবস্থায় ত্রিফলা ব্যববার করেন। ত্রিফলা হল ৩ টি  ফলের মিশ্রন। এতে থাকে আমলকি , হরিতকি , বিভিতকি ।

ব্রণ ও ব্রণের দাগ দূর করার একটি জাদুকরি উপায়

আমলকি

ব্রণ ও ব্রণের দাগ দূর করার একটি জাদুকরি উপায়
ব্রণ ও ব্রণের দাগ দূর করার একটি জাদুকরি উপায়

হরিতকি

 

ব্রণ ও ব্রণের দাগ দূর করার একটি জাদুকরি উপায়
ব্রণ ও ব্রণের দাগ দূর করার একটি জাদুকরি উপায়

বিভিতকি

 

ত্রিফলার ব্যাবহার পদ্ধতি –

ত্রিফলার মিশ্রণের একটি অংশ(যাতে অন্তত ১ টি হরিতকি,১ টি  বিভিতকি ও ২ টি  আমলকি থাকে) গুড়া করে রাতে পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং সকালে খালি পেটে রস টি  ছেকে খেয়ে নিতে হবে।খাওয়ার পর অন্তত ১০ মিনিট অপেক্ষা করতে হবে নাস্তা করার জন্য।
ব্রণের দাগ থেকে মুক্তি-
ব্রণের দাগ ও ব্রণের উপর লবঙ্গ বেটে ৩০ মিনিট লাগিয়ে রাখবেন। ১ দিন পর পর টানা ১ মাস এভাবে লাগালে দাগ কমে যাবে। লবঙ্গে ঝাঁঝ থাকে বলে লাগানোর প্রথম ৫-৭ মিনিট ত্বক জ্বলবে, কিন্তু এতে ঘাবড়িয়ে যাবেন না  । কিছুক্ষণ পর জ্বলা ঠিক হয়ে যাবে। প্রতিবার ই এমন হবে। লবঙ্গ বাটার সময় এতে একটু পানি মিশিয়ে নিবেন।