Bahir Bole Dure Thakuk Lyrics By Habib And Nancy | বাহির বলে দূরে থাকুক বাই হাবিব ও ন্যান্সি

কথা : মারজুক রাসেল
সুর : হাবিব
শিল্পী : হাবিব ও ন্যান্সি
ছবি: থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার
বাহির বলে দূরে থাকুক
ভিতর বলে আসুকনা
ভিতর বলে দূরে থাকুক
বাহিরে বলে আসুকনাঢেউ জানা এক নদীর কাছে
গভীর কিছু শেখার আছে
সেই নদীতে নৌকো ভাসাই
ভাসাই করে ভাসাই না
না ডুবাই না ভাসাই
না ভাসাই না ডুবাই

জল ডাকে আগুনও টানে
আমি পড়ি মধ্যিখানে
দুই দিকে দুই খন্ড হয়ে
যায় আবার যায়না
না নিভায় না জ্বালায়
না জ্বালায় না নিভায়