শিরোনাম: Mone Mone (মনে মনে)
শিল্পী: নীলা (Neela)
কতবার চেয়েছি তোমায় মনে মনে,
কতবার ডেকেছি চোখেরই অশ্রুজলে।।
চেয়েছি যেতে তোমার হৃদয়ের কাছে,
ভালোবাসা রয়ে গেছে গোধূলীর মেঘে।
হয়তোও বা কোনও ক্ষনে,
তুমি এসে বলবে হেঁসে।।
এসেছি তোমায় ভালোবেসে
এসেছি তোমায় ভালোবেসে।।
তোমার আকাশে সূর্যেরা সারা দিনে,
কতবার আলোতে জড়ায় তোমাকে।।
আমি আসতে চেয়েছি বারে বারে সেখানে,
জড়াতে তোমায় আমার এই নীল আচলে।
হয়তোও বা কোনও ক্ষনে,
তুমি এসে বলবে হেঁসে।।
এসেছি তোমায় ভালোবেসে
এসেছি তোমায় ভালোবেসে।।