মনে মনে সে জানিনা আজ কি ভেবে নিয়েছে
আমি গোলাপও নই, চাঁপাও নই
বৃষ্টিতে ভেজা যূথী ফুলও নই,
তবু সে কি দেখেছে
মনে মনে সে জানিনা আজ কি ভেবে নিয়েছে
শান্ত আকাশে এলোমেলো নই বৈশাখী
নিজের গোপনে নিজে আমি রই একাকী
কি দেখে আমাকে সে ডেকে যে যায়
বৃষ্টি প্রদীপে এসে দাড়ায়
আমি গোলাপও নই, চাঁপাও নই
বৃষ্টিতে ভেজা যূথী ফুলও নই,
তবু সে কি দেখেছে
মনে মনে সে জানিনা আজ কি ভেবে নিয়েছে
নিথর নিশিতে সুর নিয়ে শুধু সেধেছি
সুরের সোহাগে সারা রাত জেগে কেঁদেছি
এ গানে কে জানে, কি মানে সে পায়, বৃষ্টি প্রদীপে এসে দাঁড়ায়
আমি গোলাপও নই, চাঁপাও নই
বৃষ্টিতে ভেজা যূথী ফুলও নই,
তবু সে কি দেখেছে
মনে মনে সে জানিনা আজ কি ভেবে নিয়েছে