স্বপ্নলোকে লিরিক্স বাই সত্য | Shopnoloke Lyrics By SHOTTO

Title : Shopnoloke (স্বপ্নলোকে)
Artist : SHOTTO (সত্য)

কখনও সুর্যদয়ে তুমি আমার পাশে ছিলে
কেন তুমি আমার হৃদয় জুড়ে ভেসেছিলে
আমিতো চাইনি এই তোমাকে
চেয়েছি আমার স্বপ্নলোকে

মেঘেদের ছোয়াঁতে একটু কি তুমি কেদেঁছিলে
নয়ন জলের আলোয় আমায় কেন পুড়িয়েছিলে

সুখের মায়ায়, একটু কি চেয়েছিলে
ক্ষণিক আধার অথবা বিস্ময় কেন হারিয়েছিল