Ami Khola Janala Lyrics By Srikanto Acharya | আমি খোলা জানালা লিরিক্স বাই শ্রীকান্ত আচার্য্য 1

Ami Khola Janala Lyrics By Srikanto Acharya | আমি খোলা জানালা লিরিক্স বাই শ্রীকান্ত আচার্য্য

শিরোনাম: Ami Khola Janala (আমি খোলা জানালা)
শিল্পী: Srikanto Acharya
অ্যালবাম: Shonar meye

আমি খোলা জানালা
তুমি ঐ দখিনা বাতাস,
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ।

আমি খোলা জানালা
তুমি ঐ দখিনা বাতাস,
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ।

উধাও সাগর তুমি ওধের নীলে
আমি অস্তরাত শেষ বিকেলে।
উধাও সাগর তুমি ওধের নীলে
আমি অস্তরাত শেষ বিকেলে।
তুমি কথা না রাখা নিরালা দুপুর
আমি বিমনা অবকাশ।

আমি খোলা জানালা
তুমি ঐ দখিনা বাতাস,
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ।
শুধুই ছবি আমি ধুলয় ঢাকা
তুমি চলমান সুর স্বপ্ন মাখা!
শুধুই ছবি আমি ধুলয় ঢাকা
তুমি চলমান সুর স্বপ্ন মাখা!
তুমি কাছে না থাকা খেয়ালী শুধু
আমি বিরহী ইতিহাস!

আমি খোলা জানালা
তুমি ঐ দখিনা বাতাস,
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ।