Ek Jibon 2 Ft Ayub, Shahid, Rumy

এবার ঈদের অ্যালবাম ‘এক জীবন-২’

গত বছরে দুরবীন ব্যান্ডের প্রধান ভোকালিস্ট শহীদের গাওয়া ‘এক জীবন’ গানটি বেশ শ্রোতা প্রিয় হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে ‘এক জীবন-২’ নামে গানটির সিক্যুয়েলও করেছেন শহীদ। এবারের ঈদে এই সিক্যুয়েল গানটি সহ ১০টি গানের একটি মিশ্র অ্যালবাম প্রকাশিত হয়েছে তাঁর। শহীদের এ অ্যালবামের নাম ‘এক জীবন-২’। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুরও করেছেন শহীদ। আর সংগীতায়োজন করেছেন আরফিন রুমী। দ্বৈতকণ্ঠের এ গানে শহীদ গেয়েছেন কলকাতার বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভমিতার সঙ্গে। এক জীবন গানটিতেও শহীদ সহশিল্পী হিসেবে পেয়েছিলেন শুভমিতাকে।

‘এক জীবন-২’ গানটি ছাড়া এ অ্যালবামে আরও চারটি গানে কণ্ঠ দিয়েছেন শহীদ। শহীদ ছাড়া এই অ্যালবামের অন্য শিল্পীদের মধ্যে রয়েছেন দুরবীন ব্যান্ডের আইয়ুব শাহরিয়ার, সাব্বির, নয়ন ও ক্লোজআপ তারকা রাশেদ। সিডি চয়েজের ব্যানারে অ্যালবামটি প্রকাশিত হয়েছে।

‘এক জীবন-২’ এর ১০ টি গানের লিষ্ট: