নিয়মিত হলুদ পানি পান করার উপকারিতা

holud-pani-pan-korar-upokarita

নিয়মিত হলুদ পানি পান করার উপকারিতা

নানা রকম  উপায়ে আমাদের দেহে ক্ষতিকর পর্দাথ প্রবেশ করে থাকে। সেটা হতে পারে বায়ুর মাধ্যমে, খাবারের মাধ্যমে অথবা পানির মাধ্যমে নানাভাবে আমাদের দেহ প্রতিনিয়ত দূষিত হচ্ছে।

জ্বর, ঠান্ডা কাশি দূর করতে হলুদ দুধ বেশ কার্যকর উপায়।এইরকমভাবে তেমন হলুদ এবং গরম পানির মিশ্রণ দেহ থেকে টক্সিক পর্দাথ বের করে দেহকে সুস্থ রাখতে সাহায্য করে।

যা যা লাগবে:

দুইশ মিলিলিটার কুসুম গরম পানি

১ টেবিল চামচ মধু

১/২ টা লেবুর রস

১/২-১/২ চা চামচ হলুদ গুঁড়া

যেভাবে তৈরি করবেন:

১ কাপ লেবুর রসের সাথে কুসুম গরম পানি এবং হলুদের গুঁড়ো মিশান। এর সাথে মধু যোগ করুন। তারপর সবগুলো উপাদান ভাল করে মেশান। আপনি চাইলে এতে দারুচিনি গুঁড়ো মিশাতে পারেন। নিয়মিত সকালে খালি পেটে এটি পান করুন।

উপকারিতা:

১। ডায়াবেটিস প্রতিরোধ

১ গবেষণায় দেখা গেছে হলুদ মিশ্রিত কুসুম গরম পানি ২ টাইপ ডায়াবেটিস প্রতিরোধ করে থকে। এর ফলে ডায়াবেটিস রোগীদের হরমোনাল সমস্যা দূর করতে সাহায্য করে।

২। বয়সের ছাপ পড়া রোধ করে

হলুদ পানি দেহের রক্ত চলাচল সচল রাখে এবং স্বাস্থ্যকর নতুন কোষ তৈরি করে। যা ত্বকে বয়সের ছাপ পড়া রোধ করে ত্বককে রাখে চির নতুন।

৩। ক্যান্সার প্রতিরোধক

গরম পানি এবং এর সাথে হলুদের মিশ্রণ দেহে ক্যান্সারের জীবাণু তৈরিতে বাঁধা প্রদান করে থাকে। হলুদে অ্যালকালিয নামক উপাদান রয়েছে যা কোষের অস্বাভাবিক বৃদ্ধি রোধ করে থাকে।

৪। ওজন হ্রাস করতে

কিডনি এবং লিভারের বিষাক্ত পর্দাথ দূর করতে হলুদ পানি বেশ কার্যকর একটি উপাধান। এটি শরীরে মেটাবলিজম বৃদ্ধি করে থাকে। এর সাথে হজমশক্তি  ও বাড়িয়ে দেয়।

৫। পটাসিয়ামের চাহিদা পূরণ

এটি স্ট্রেস দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা ও বৃদ্ধি করে সারাদিনে কাজে শক্তি প্রদান করে থাকে। লেবু প্রাকৃতিক মূত্রবর্ধক, যা মূত্রনালীর সুস্থ রাখতে সাহায্য করে থাকে।

৬। বাতের ব্যথা উপশম করতে

হলুদ পানি জয়েন্ট পেইন, বাতের ব্যথা দূর করে থাকে। এর অ্যান্টি- ইনফ্লামেনটরি উপাদান ব্যথা উপশম করে থাকে।