ঝলমলে চুলের জন্য অ্যালোভেরা ব্যবহার | Jholmole Chuler Jonno Aloe Vera Use

ঝলমলে চুলের জন্য অ্যালোভেরা ব্যবহার | Jholmole Chuler Jonno Aloe Vera Use

চুলের যত্নে অ্যালোভেরার ব্যবহার নতুন কিছু নয়। অ্যালোভেরাতে রয়েছে অনেকগুলো গুণ।  এর মধ্যে একটি হলো চুলের উজ্জ্বলতা বাড়াতে কন্ডিশনার হিসেবে কাজ করে। এ ছাড়া চুলপড়া রোধ এবং খুশকি প্রতিরোধে অসাধারণ এই অ্যালোভেরা। চলুন জেনে নিই এর ব্যবহার-

. খুশকি দূর করতে মেহেদি পাতার সঙ্গে অ্যালেভেরা মিশিয়ে লাগাতে পারেন চুলে।

. মাথা যদি সব সময় গরম থাকে তাহলে পাতার শাঁস প্রতিদিন একবার তালুতে নিয়ম করে লাগালে মাথা ঠাণ্ডা হয়।

. অ্যালেভেরা রস মাথার তালুতে ঘষে এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল গজাবে।

. শ্যাম্পু করার আগে আধা ঘণ্টা অ্যালেভেরার জুস খাওয়া চুলের জন্য ভালো। এতে চুল পড়া অনেকাংশে কমে যায়। খুশকি কমাতেও এটি সহায়ক। অ্যালেভেরায় আছে অ্যালোমিন নামক উপাদান, যেটি চুল লম্বা করতে সাহায্য করে। এ ছাড়া বাড়িতে বসেও বানিয়ে নিতে পারেন অ্যালেভেরার কন্ডিশনার।