মুখের কালো তিল দূর করুন
- মেয়েদের মুখে তিল সৌন্দর্য বাড়িয়ে দেয়। কিন্তু অতিরিক্ত তিল সৌন্দর্য নষ্ট করে।
- আজ আমরা আলোচনা করব কিভাবে সম্পুর্ন ঘরোয়া পদ্ধতিতে মুখের বা শরীরের অতিরিক্ত তিল দূর করা সম্ভব।
উপকরণ
১। দুধ ১ চামচ
২। শশার পেস্ট ১ চামচ
৩। মধু ১ চামচ
৪। লেবুর রস ১ চামচ
পদ্ধতি ও ব্যবহার বিধিঃ
- একটি পরিস্কার পাত্রে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে একটি প্যাক তৈরি করুন
- যথা স্থানে এই প্যাকটি ভালো করে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন।
- প্রতিদিন অন্তত একবার করে ১৫ দিন থেকে ১০ মাস ব্যবহার করুন। এভাবে আপনার মুখের কালো তিল ও অন্যান্য দাগ দূর হয়ে যাবে
মুখের কালো তিল ও অন্যান্য দাগ দূর করার ক্রিম কিনতে ভিজিট করুনঃ