BioAQUA Pink Magic Secret Place Whitening5

Na Lyrics By Warfaze | না লিরিক্স বাই ওয়ারফেজ

Title : Na (না)
Artist : Warfaze
Album : Shotto


না না না……কালজয়ী বাঁধনে আমি বন্দী হতে জানি
আর চার দেয়ালে কেন একা ডূবে থাকা
এই বর্তমানকে দূরে ঠেলে অতীতের ছবি আঁকা
আর যত কারনে এই দ্বিধার বাড়াবাড়ি
জাগবেনা আর জীবন তোমার হলে সান্ধ্য আইন জারি
আর কেন হাত গুটিয়ে বসে থাকা
কিসেরই ভয়ে ভয়ে
আমি নেই কোন নিষিদ্ধ পরিচয়ে
মন যাকে দেবে সিদ্ধান্ত আজই নাও
যাবে এক নিমিষে ছন্দময় হয়ে
শুধু না না না না না বলে, কর না না আসলে।

থাকবেনা আর তখন আমার মহাবিশ্বের হাতছানি
আর যদি এ মনবের পরিবর্তন হবে ভাবো
ভেবোনা আর না এ তোমার উৎসাহ হারাবো।