ফর্সা, উজ্জ্বল, ঝলমলে চেহারার রহস্য | Forsha, Ujjol, Jholmole Cheharar Rohosso
প্রথম পদ্ধতিঃ
– একটি বাটিতে ১ টি ডিমের সাদা অংশ নিন
– এতে ২ টেবিল চামচ তাজা লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন
– মুখ ভালো করে পরিষ্কার করে নিয়ে গরম পানির ভাপ নিন ৩/৪ মিনিট।
– এরপর ডিম ও লেবুর মাস্কটি লাগান ত্বকে।
– ১০-১২ মিনিট পরে কুসুম গরম পানি দিয়ে ত্বক ধুয়ে মুছে ফেলুন। ফিরিয়ে আনুন ত্বকের শুভ্রতা ও উজ্জলতা।
দ্বিতীয় পদ্ধতিঃ
– একটি বাটিতে ১ টেবিল চামচ ময়দা নিন।
– এতে ১ টেবিল চামচ মধু এবং পরিমাণ মতো দুধ দিয়ে মিশিয়ে পেস্টের মতো তৈরি করুন
– খুব ভালো করে মেশাবেন, পেস্টটি যেন একটু পাতলা ধরণের হয়।
– এরপর এই পেস্টটি একটি ব্রাশের সাহায্যে মুখ ও গলার ত্বকে লাগান। চাইলে হাতে ও পায়েও লাগাতে পারেন।
– ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মাস্কটি ধুয়ে ফেলুন।
– সামান্য ময়েসচারাইজার লাগিয়ে নিন
– দেখবেন কি সুন্দর উজ্জ্বল হয়ে উঠেছে মুখের ত্বক।