Tumi Manush Naki Pori By Hridoy Khan Lyrics

শিরোনাম: Tumi Manush Naki Pori 

শিল্পী: Hridoy Khan (হৃদয় খান)
অ্যালবাম:  I Love You

ডাউনলোড করুন : Tumi Manush Naki Pori

 তুমি মানুষ নাকি পরী,
নাকি স্বর্গে ফোটা কলি ।।
তোমায় নিয়ে এখন আমি,
ভেবে না পাই কি করি ।।
আমি আর আমাতে নেই
তোমায় দেখার পরে,
হারিয়েছি সবই আমার
তোমায়  দুটি চোখে ।।
এক পলকে তুমি আমার মন করেছো চুরিমায়া ভরা মুখটি তোমার
কি যে জাদু জানে,
সব ভুলিয়ে সে যে আমায়
শুধুই কাছে টানে ।।
তোমার মুখে চেয়ে চেয়ে যেনো আমি মরি