Ei Nishi By Hridoy Khan Lyrics

শিরোনাম: Ei Nishi (এই নিশি)
শিল্পী: Hridoy Khan (হৃদয় খান)
অ্যালবাম:  Hridoy Mix 2

অডিও ডাউনলোড :  এই নিশি
আজকের এই নিশি ভালোবাসি ভালবাসি
নিকষ মেঘে তোমার ওই চোখ দেখেছি আজ এই আমিমৃদু বাতাস বলে , চিলে সেই তুমি
তোমারি মোহে হারাই আমিনিজেকে যে খুঁজে ফিরি
তোমার প্রেমের সুখ্সারে

যখন দাড়াও এসে, ভুলে যায় সবি
হৃদয়ের সব কথা বলে দেই আমি

তোমারি যে চিরদিনই
রব আমি তোমারি