Kola Diye Mayera Ki Kore | কলা দিয়ে মেয়েরা কি কি করে । Apsarah.com Leave a comment

রুপচর্চায় কলার ব্যবহার

কলা খেতে অনেকের ই ভালো লাগে ।কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমান ভিটামিন এবং ৩ টি প্রাকৃতিক সুগার গ্লকোজ ,ফ্রকটোজ ও সুক্রোজ ।

দেহের এমন কিছু সমস্যা আছে যা রোধে কলা অনেক কার্যকর । সাধারন কলা খেয়ে আমরা কলার সিলকা ফেলে দিই। শুনতে অবাক  লাগলে ও এর মধ্যে রয়েছে অনেক ওষূধি গুন । জানলে হয়তো কলার খোসা ফেলবেন না ।

আচিল দূর করতে

১\আচিল দূর করতে এক পিস কলার খোসা আচিলের ওপড় ব্রান্ডীজ এর মতো রাখুন।

২\সারা রাত রেখে দিন । এভাবে কয়েকদিন করলে আচিল দূর হয়ে  যাবে ।

ত্বকের চিকিৎস্যয়ঃ

Kola Diye Mayera Ki Kore | কলা দিয়ে মেয়েরা কি কি করে । Apsarah.com 1
কলা দিয়ে মেয়েরা কি কি করে

খোসার ভিতরের অংশ ব্রন ও বালী রেখা দূর করতে উপকারি । এটি ত্বককে পরিপুন্ন পুষ্টি দিতে সাহায্য করে । ক্ষতিগ্রস্ত জায়গায় আধঘন্টা ঘষতে পারেন উপকার পাবেন ।

সাদা দাতঃ

Kola Diye Mayera Ki Kore | কলা দিয়ে মেয়েরা কি কি করে । Apsarah.com 2

দাত সাদা করতে কলার ঘোসা বেশ উপ্কারি । নিয়মিত কলার ঘোসার ভিতরে অংশটি দাতে ঘষলে দাত সাদা হবে । কয়েক সাপ্তাহ ব্যবহারে আপনি এর ফলাফল পাবেন ।

সোরিয়াসিস রোগঃ

kola diye mayera ki kore
কলা দিয়ে মেয়েরা কি কি করে

সোরিয়াস রোগের ক্ষেএে  কলার  খোসা ব্যবহারে ১০ মিনিটের মধ্যে সোরিয়াসের লক্ষন চলে যাবে  ।

পোকামাকড়ের কামরেঃ

পোকামাকড় কামরে ত্বক ফুলে যায় । ত্বক ফুলে গেলে ত্বকের জালাপোড়া হলে কলার ঘোসা লাগালে উঁপকার পাবেন।

https://www.youtube.com/watchv=gAj0uNfd4Rk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *